তরুণদের কাছে জনপ্রিয় চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স নোট সিরিজের সর্বশেষ ও সর্বাধুনিক স্মার্টফোন ‘নোট ১২ জি৯৬’ এর উন্মোচন করেছে। ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি তবে বাংলাদেশের বাজারের জন্য লঞ্চ করা হয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এর ফোন স্টোরেজ অর্থাৎ সেরা কনফিগারের ফোনটিই পাওয়া যাবে বাংলাদেশে। ইনফিনিক্স নোট ১২ ভেরিয়েন্টের জন্য বাংলাদেশের বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৯ হাজার ৯৯৯ টাকায়।
এ রিভিউতে ফোনটির ভালো মন্দ তুলে ধরার চেষ্টা থাকছে ।
ইনফিনিক্স মোবাইল যারা তেমন একটা পছন্দ করেননা তারাও এই মোবাইলটির প্রতি খুব আগ্রহ প্রকাশ করছে কারণ ফোনটির দুর্দান্ত কনফিগার সাথে মূল্যটি ও হাতের নাগালের মধ্যে। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক।
প্রথমেই আলোচনা করা যাক ইনফিনিক্স নোট ১২ মোবাইলটির ডিজাইন নিয়েঃ
জুয়েল ব্লু এবং ফোর্স ব্ল্যাক ভিন্ন রঙে ফোনটি পাওয়া যাবে। প্লাস্টিক বডির ফোনটির ডিজাইন বেশ আকর্ষনীয়। ইনফিনিক্স এই ফোনটির যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। এর ওজন রাখা হয়েছে মাত্র ১৮৪.৫ গ্রাম। ৮ মিলিমিটার পুরুত্বের ফোনটির আয়তনের কথা বলতে গেলে এর আয়তন দেওয়া হয়েছে ১৬৪.৪৩X৭৬.৬৬X৭.৯ মিলিমিটার। এটির পেছনে বামে উপরের কোনার দিকে রয়েছে ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ। ডানে রয়েছে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বামে সিম কার্ড স্লট। নিচের দিকে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। টিয়ারড্রপ নচ ডিসপ্লের ডিভাইসটির চারপাশে বেজেল বেশ কম।
এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়েঃ
ইনফিনিক্স নোট ১২ এর ডিসপ্লে প্রথমেই আপনার নজর কাড়তে ব্যর্থ হবে না। বরং এর হাই ডেফিনিশন ভিডিও দেখেও আপনি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকবেন। আমাকেও অবাক হতে হয়েছিল। এখানে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে রিফ্রেশ রেট ও পিপি আই ডেনসিটি সবগুলোই দেওয়া হয়েছে অত্যন্ত প্রশংসনীয়। এতে করে অনেক ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিসপ্লের রঙ এক কথায় এ বাজেটে অসাধারণ।
ইনফিনিক্স নোট ১২ জি৯৬ ফোনটির সাথে দেওয়া হয়েছে ১০০০ নিটস পিক ব্রাইটনেস যার ফলে আউটডোরে ব্যাবহারে কোনরকম সমস্যার সম্মুখীন হতে হবেনা। আমার ব্যক্তিগতভাবে ফোনটির ডিসপ্লে সেকশনটি খুব ভাল লেগেছে। সাধারণত এই বাজেটের ফোনে এমন ডিসপ্লে দেওয়া তেমন লক্ষ্য করা যায়না।
এবার বলা যাক এই ফোনটির ক্যামেরা নিয়েঃ
ইনফিনিক্স নোট ১২ মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার মূল ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের এবং অপর দুইটি হবে ২ মেগাপিক্সেলের ডেপথ ও মোনোক্রোম সেন্সর। ফলে পিছনের ক্যামেরা দিয়ে বড় আকারের ওয়াইড ছবি তোলা যাবে। ব্যাক ক্যামেরার ছবির মান বেশ ভালো, কালার ও ডিটেইল সন্তোষজনক। মৃদু আলোতেও নিখুঁতভাবে ছবি ক্যামেরাবন্দি করা যায়।। সবমিলিয়ে ফোনটির ক্যামেরা বাজেটে চলনসই বলা যায়।
এছাড়া ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। ক্যামেরা গুলোর ব্রাইটনেস, শার্পনেস অসাধারণ ছিল সাথে কালার কিছুটা বুস্ট আপ করে দিয়েছে এটি একটি ভাল দিক ছিল। সেলফি ক্যামেরাটিও ছিল অসাধারণ কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে হয়নি। ফ্রন্ট ক্যামেরাটির ছবির মান বেশ ভালো। বিশেষ করে যারা সেলফি তুলতে ও তা সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোন আদর্শ হতে পারে।
সবমিলিয়ে এ বাজেটের ফোন হিসেবে বেশ ভালো মানের ছবি তোলার অভিজ্ঞতা পাওয়া যাবে। ক্যামেরা ইউআইতে অটো সেলফিসহ অন্যান্য কিছু কাস্টমাইজড ফিচার যোগ করেছে ইনফিনিক্স, যা ব্যবহারকারীকে দারুন অভিজ্ঞতা দেবে।
এবার আলোচনা করা যাক ফোনটির হার্ডওয়্যার নিয়েঃ
ইনফিনিক্স নোট ১২ ফোনটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ অক্টাকোর প্রসেসর এবং জিপি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৫২ এম সি ২। এই প্রসেসরটিতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মত হাই রেজুলেশনের গেম অনায়াসে খেলতে পারবেন এতে কোন সমস্যা পরীলক্ষিত হয়নি। সবমিলিয়ে ফোনটি থেকে ভালো মানের পারফরমেন্স মিলবে। দৈনন্দিন ব্যবহার কিংবা মাল্টিটাস্কিংয়ে হ্যাং হয়ে যাওয়ায় মতো বিড়ম্বনায় পড়তে হবে না।
ফোনটি দিয়ে মাঝারি থেকে হাই গ্রাফিক্সের গেইম ভালোভাবেই খেলা যাবে কোন বেগ পেতে হবেনা। ফোনটি কেনার পর অন্তত স্পিড বা ল্যাগ নিয়ে চিন্তা করতে হবে না।
অপ্টিমাইজেশনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের প্রসেসিং স্পিডও সামলাতে সক্ষম ‘নোট ১২’ ডিভাইস; আর তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ সংখ্যা ৯ থেকে বাড়িয়ে সহজেই ২০টি করা সম্ভব কোনো রকম বিঘ্ন ছাড়াই।
ফোনটির সাথে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এখানে চার্জ হতে সময় নিবে মাত্র ১ ঘন্টা ২০ মিনিট। ব্যাটারিটি ভাল ব্যাক আপ দিবে। স্বাভাবিকভাবে ১ দিনের বেশি ব্যাক আপ পাবেন ফোনটিতে। আর গেইম খেললে ৮/৯ ঘন্টা ব্যাক আপ পাবেন ।
বলতে গেলে ইনফিনিক্স নোট ১২ মোবাইলটির সবগুলো সেক্টরই আমার কাছে খুব ভাল লেগেছে আমার মনে হয়না কোন রকম কমতি রাখা হয়েছে। তারুণ্যের কাছে এই মোবাইলটি একটি নতুন অনুভূতি দিবে এবং অন্যরকম এক অভিজ্ঞতা দিবে। সব মিলিয়ে একটি পারফেক্ট ফোন হতে চলেছে এটি। আপনার পছন্দের তালিকায় এটি হতে চলেছে একটি অসাধারণ ফোন।