বিনোদন, ব্যবসায়িক, গাইড কিংবা অভ্যর্থনাকারীসহ নানা কাজে ব্যবহারের জন্য কৃত্রিম মানুষ তৈরি করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে, এই যন্ত্রকে রহস্যময় বলা হয়েছে।
নিয়ন নামের এই প্রজেক্টের প্রধান প্রণব মিস্ত্রি টুইটারে জানিয়েছেন, এই কৃত্রিম মানুষ হিন্দিতেও কথা বলতে পারবে।
নিয়নের কয়েকটি ভিডিও ইতিমধ্যে অনলাইনে দেখা গেছে। সেগুলো অবশ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে দেখা গেছে, নিয়ন একদম জীবন্ত মানুষের মতো কথা বলছে।
প্রণব মনে করছেন চলতি দশকে ডিজিটাল মানুষ প্রযুক্তি জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে উদ্ধৃত করে দ্য ভার্জ লিখেছে, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কারণে নিয়ন হয়ে উঠেছে জীবন্ত। এই মানুষ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যেতে পারে। অফিশিয়াল কাজ থেকে শুরু করে সংবাদপাঠক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।’