বিশ্বের জনপ্রিয় মোবাইল উৎপাদনকারী ব্র্যান্ড স্যামসং নিয়ে জল্পনা কলনার শেষ নয় । স্যামসাং কম্পানী নিয়েই রয়েছে বিষ্ময়কর সব ফ্যাক্ট ! তবে এইসব ফ্যাক্ট গুলো ফাস হয়ে গিয়ে গত হয়েছে বহুকাল আগে। কিন্তু স্যামসাংকে নিয়ে নতুন করে একটি ফ্যাক্ট শোনা যাচ্ছে । স্যামসাং নাকি তাদের ফোনের বিল্ড কোয়ালিটিকে স্ট্রং করার জন্য এক ধরণের রোবট ব্যবহার করে। আর এই বিষ্ময়কর রোবট নিয়েই মানুষের কৌতুহলের শেষ নেই । কি আছে এই রোবটে?
বোরবটি তৈরী করতে সোফিয়ার মতো হয়তো কোটি কোটি টাকা খরচ হয়নি,কিন্তু তার পরেও রোবটটি ফেমাস । কেননা রোবটটি দেখতে কিছুটা পশ্চাত অংশের মতো । হ্যা আপনি ঠিকই পড়েছেন ! একদম হুবুহু পশ্চাত অংশের মতো । কিন্তু কি করে স্যামসাং এই রোবট দিয়ে ?
শুরুতেই বলা হয়েছে স্যামসাং তাদের ফোনের বিল্ড কোয়ালিটির দিকে বেশী ফোকাস করছে । তাহলে দুইয়ে দুইয়ে ৪ মেলালে কি হয় বলুন তো ?
হ্যা ! আপনারা ঠিকই চিন্তা করেছেন । স্যামসাং মূলত এই রোবটটি তৈরী করেছে তাদের ফোনের বিল্ট কোয়ালিটি মজবুত করার জন্য । কিন্তু কীভাবে ? এটাও নিশ্চই অনুমান করতে পেরেছেন।
হ্যা ! সময়-অসময় ভুলবসত অবস্থা অনিচ্ছায় স্মার্টফোন পকেটে নিয়ে হুট হাট যেখানে সেখানে বসে পড়াটা অনেকের স্বভাব । আর যার ফলে মাঝে মধ্যে ফোনের বারোটা বেজে যায় । যতোই মজবুত ডিসপ্লে ব্যবহার করা হোক না কেনো ,যে প্রটেকশনই ব্যবহার করা হোক না কেনো ! ফোন একবার মচকে গেলে তা জীবনের মনে প্রকালে পাড়ি জমাবে ।
সে কারণে স্যামসং এর এমন জুগান্তরকারী আবিষ্কার । মূলত সেই রোবটের ভেতরে কাঙ্খিত ফোনটি রাখা হয় । অতঃপর জোড়ে সাথে দেওয়া হয় চাপ ! যদি এতো চাপ সহ্য করে ফোন বাবাজি টিকে যায় , তাহলে প্যাকেটজাত করার জন্য নিয়ে যাওয়া হয় ফোনটিকে ।আর যদি বিন্দু মাত্র ক্র্যাচ পড়ে তাহলে কোথায় ছুড়ে ফেলে দেওয়া হয় তার সন্ধান কেও পায়না । দুঃখিত একটু ভুল বললাম । স্যামসং এতোটাও নিষ্ঠুর নয় । বরং সেই ফোনগুলোকে আবার রিপেয়ারিং এর জন্য পাঠানো হয় ।