সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ নির্ভুলভাবে সহজে ও দ্রুত সম্পন্ন করতে সহায়তা করে ‘রোবটুমেশন’। রোবোটিক অটোমেশন প্রযুক্তির এ সফটওয়্যার এবার বাংলাদেশে যাত্রা করল। সফটওয়্যারটি উন্নয়ন করেছে বাংলাদেশী প্রতিষ্ঠান ইনফোসাপেক্স লিমিটেড।
গত রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে রোবটুমেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেন এর উদ্যোক্তারা।
সংবাদ সম্মেলনে রোবটুমেশনের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, পরিচালক এমএইচ খুসরু, হেড অব বিজনেস অপারেশন শওকত হোসেইন চৌধুরী, হেড অব অটোমেশন অ্যান্ড সিকিউরিটি ফায়সাল মোহাম্মাদ এবং বাণিজ্যিক মুখপাত্র শামীমা ইসলাম তুষ্টি উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, রোবোটিক অটোমেশন হলো এক ধরনের সফটওয়্যার রোবট, যাতে থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ বুদ্ধিমত্তা সফটওয়্যারটিকে বিভিন্ন কাজে দক্ষ করে তোলে: এটি হতে পারে ডাটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস কিংবা কোনো প্রতিষ্ঠানের সেবামূলক কাজ। এসব কাজে রোবট সফটওয়্যার ব্যবহারের ফলে ভুলের সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসবে, পাশাপাশি জনবলের ওপর চাপ কমবে।
তারা আরো জানান, এ সফটওয়্যার একটানা কাজ করে যেতে পারে, ফলে প্রতিষ্ঠানের কর্মীদের ওপর কাজের চাপ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। রোবট সফটওয়্যারটির সঠিক ব্যবহারের মাধ্যমে সাধারণ কাজগুলো সম্পাদনে সময় ৯০ শতাংশ কমে আসবে বলে দাবি করেন তারা