ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ৭টি অত্যাধুনিক রিপার ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ড্রোনগুলোর মোট মূল্য দাঁড়িয়েছে ২০০ মিলিয়ন ডলারের বেশি। সংবাদমাধ্যম আল জাজিরা ও Associated Press (AP) এই তথ্য নিশ্চিত করেছে।
🔹 গত এক সপ্তাহেই ভূপাতিত হয়েছে তিনটি ড্রোন, জানায় মার্কিন প্রতিরক্ষা সূত্র।
🔹 রিপার ড্রোন (MQ-9 Reaper) সাধারণত গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট হামলার কাজে ব্যবহৃত হয়।
🔹 এসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে হুথিদের ড্রোন শনাক্ত ও প্রতিরোধ ক্ষমতার উন্নয়ন বোঝা যাচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
কি বলছে মার্কিন কর্তৃপক্ষ?
পরিচয় গোপন রাখার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভূপাতিত হওয়ার সময় এসব ড্রোন হামলা ও নজরদারির মিশনে নিয়োজিত ছিল।
এদিকে মার্কিন বিমানবাহী রণতরীগুলোর সুরক্ষা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।
হুথিদের দাবি
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান—“আমরা আশকেলন এবং উম্মে আল-রাশরাশ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফল ড্রোন হামলা পরিচালনা করেছি।”
তিনি আরও দাবি করেন, ওই অভিযানে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ট্রুম্যান’ ও ‘ভিনসন’-কে লক্ষ্য করে হামলা চালানো হয়।
বিশেষজ্ঞদের মতে, হুথিদের হাতে উন্নত প্রযুক্তির ড্রোন শনাক্তকরণ ও ভূপাতিত করার অ্যান্টি-ড্রোন সিস্টেম রয়েছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এছাড়া, ইরান থেকে হুথিদের এই প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে কি না— সে নিয়েও প্রশ্ন উঠছে।