স্মার্টফোনের বাজারে এখন ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ট্রেন্ড চলছে। সমস্ত জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি এখন এই ক্যামেরা সেন্সরের সাথে কাজ করছে। তবে খুব শীঘ্রই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের ফোন উন্মোচন হবে। এই কথা আমরা বলছিনা, এই দাবি করেছে টিপ্সটার আইসিই ইউনির্ভাস । আইস ইউনিভার্স একটি টুইটে আজ জানান আগামী বছরেই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১০ এক্স অপটিক্যাল জুমের ফোন লঞ্চ করা হবে।
তবে মজার বিষয় হলো এই টুইটে যে ছবি পোস্ট করা হয়েছে সেটা দেখতে অনেকটা স্যামসাং নোট ১০ এর মতো। যদিও এই ফোনের বিষয়ে অন্য কোনো তথ্য সামনে আসেনি। এও জানা যায়নি যে কোন কোম্পানি এই ফোন লঞ্চ করবে।
কিছুদিন আগে ক্রেডিট স্যুইস এর আরেকটি রিপোর্টে জানিয়েছিল ২০১৯ সালে ৬৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ২০২০ সালে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বাজারে আসবে। আপনাকে জানিয়ে রাখি কিছুদিন আগে স্যামসাং ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর লঞ্চ করেছিল।