বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। এর অর্থ এই নয় যে ফিচার ফোনের দিন ফুরিয়ে গেছে। এবার নকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন আনতে যাচ্ছে। অনলাইনে প্রকাশিত ছবিতে এমনটাই দেখা গেছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
এইচএমডি গ্লোবালের তৈরি নকিয়া ব্র্যান্ডের নতুন ফোনটি দেখতে হবে নকিয়া ২২০ মডেলের মতো। এতে ডি-প্যাড, টি৯ কি-বোর্ড ও ফিচার ফোনের অন্যান্য সুবিধা থাকবে। নতুন ফোনটিতে গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধা পাওয়া যাবে। ডিভাইসটিতে ভয়েস নিয়ন্ত্রিত নানা ফিচার থাকবে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে ডিভাইসের নিচের দিকে ইউটিউব, ক্রোম ব্রাউজার ও ক্যামেরার আইকন।
গুগল এরই মধ্যে কম কনফিগারেশনের ডিভাইসের জন্য মোবাইল অপারেটিং সিস্টেমের গো সংস্করণ চালু করেছে। তুলনামূলক কম দামের ১ গিগাবাইট র্যাম কিংবা তার চেয়ে কম র্যামের ফোনে এ অপারেটিং সিস্টেম সমর্থন করে। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড দিয়ে ফিচার ফোনের বাজারেও আধিপত্য বিস্তার করতে চাইছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের ভাষ্যে, বাস্তবেই যদি নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন উন্মোচন করা হয়, তা দারুণ হবে। অ্যান্ড্রয়েডের কোন সংস্করণে চলবে ডিভাইসটি সেটা দেখার বিষয়। অবশ্য এইচএমডি গ্লোবাল এরই মধ্যে কাইওএসভিত্তিক ফোন নকিয়া ৮১১০ ফোরজি বা ‘ব্যানানা ফোন’ বিক্রি করছে।