ডিসপ্লের দিকে তাকালে মনে হবে সাধারণ কোনো স্মার্টফোন। কিন্তু পেছনের অংশের দিকে চোখ গেলেই টাসকি খাবে যে কেউ। পুরো ব্যাক প্যানেলটিই সোনার, এমন স্মার্টফোন আনছে চীনের শাওমি।
১৭ জুলাই তাদের মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ ও রেডমি ক২০ প্রো লঞ্চ করে। লঞ্চের মাত্র কয়েক ঘন্টা আগে, কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রিমিয়াম ব্যাক ফিনিস সহ একটি ফটো শেয়ার করেছে, যার মধ্যে একটি সোনার স্তর দেখা যাচ্ছে।
গত মাসে কোম্পানিটি রেডমি কে২০ প্রো এক্সপ্লোরার প্রোগ্রাম শুরু করেছিল যাতে কিছু ব্যবহারকারী এই ফোনটি প্রথম পেতে পারে।
শাওমি সূত্রে জানা গেছে, প্রচারণার অংশ হিসেবে ভারতে এই ফোন ছাড়া হবে। এই এডিশনের মাত্র ২০টি ফোন ছাড়া হবে। এই ফোনের দাম রাখা হবে ৪.৮০ লাখ রুপি।
ভারতের কোম্পানিটির প্রধান কর্মকর্তা মনুকুমার জৈন বলেন, “প্রায় ১০০ গ্রাম সোনা দিয়ে তৈরি হবে ফোনের ব্যাক প্যানেল। এখন অবধি দুটি সেট তৈরি করা হয়েছে। তবে ফোনটি বিক্রি করা হবে না উপহার হিসেবে দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
এছাড়াও এই ফোনের ফিচার সম্পর্কেও কোনো তথ্য সামনে আসেনি। আপনাকে জানিয়ে রাখি রেডমি কে২০ সিরিজ সরাসরি রিয়েলমি এক্স ও ওয়ানপ্লাস ৭ সিরিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।