চিপসেট কোম্পানি কোয়ালকম কিছুদিন আগেই তাদের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস লঞ্চ করেছিল। আর এই স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস হলো বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসেসর। এইমুহূর্তে এই প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে কেবল একটি ফোন। আর তার নাম আসুস আরওজি ফোন ২ । সব থেকে লেটেস্ট প্রসেসর ব্যবহার করার জন্যই আসুস আরওজি ফোন 2 কে দ্রুত ফোন বলা হচ্ছে। আসুন সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
কোম্পানির দাবি অনুযায়ী স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস যেকোনো ফোনের জন্য সবচেয়ে শক্তিশালী প্রসেসর। গ্রাফিক্স রেন্ডারিংয়ের ক্ষেত্রে এটি স্ন্যাপড্রাগন ৮৫৫ এর থেকে ১৩ গুন্ দ্রুত। এই প্রসেসর ৫জি গেমিংয়ের জন্য উপযুক্ত। এতে গ্রাফিক্সের জন্য এড্রেনো ৬৪০ জিপিইউ দেওয়া হয়েছে । এটি সর্বাধিক ক্লক স্পিড ২.৯৬ গিগাহার্জ দিতে সক্ষম এবং এই প্রসেসর ৭nm প্রসেস প্রযুক্তির উপর তৈরী হয়েছে। এই প্রসেসরের সর্বাধিক ডাউনলোড স্পিড ২জিবিপিএস । এই প্রসেসরে ১৯২ মেগাপিক্সেল পর্যন্ত সিঙ্গেল ক্যামেরা সাপোর্ট করে।
ফিচারের কথা বললে আসুসের এই গেমিং ফোন হলো বিশ্বের প্রথম ফোন যেখানে ১২০এইচজেট এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত লঞ্চ হওয়া সমস্ত ফোনগুলোতে সর্বোচ্চ ৯০Hz এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছিল। এই ফোনে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ফোনে গরিলা গ্লাস সিক্স এর প্রোটেকশন আছে। ফলে ফোন পড়ে গেলেও ভাঙার ভয় নেই। আসুসের এই ফোনে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর ৮৫৫ প্লাস ব্যবহার করা হয়েছে। যা সাধারন স্নাপড্রাগণ ৮৫৫ প্রসেসর এর থেকে দ্রুত।
ক্যামেরার কথা বললে এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি আইএমএক্স৫৮৬ সেন্সরের সাথে ৪৮ মেগাপিক্সেল, এবং সেকেন্ডারি ক্যামেরা টি ওয়াইড এঙ্গেল লেন্স এর সাথে ১৩ মেগাপিক্সেল। এছাড়াও সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৬ হাজার এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
চীনে এই ফোনের প্রাথমিক ভ্যারিয়েন্টের দাম ৩৪৯৯ ইউয়ান । আবার এই ফোনের ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ ইউয়ান । দুটো ভ্যারিয়েন্টে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।