গ্যালাক্সি এম সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে আসছে স্যামসাং। নতুন গ্যালাক্সি এম ২০এস ফোনের ভিতরে থাকবে আরও বড় ব্যাটারি। গ্যালাক্সি এম ২০ ফোনে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ব্যবহার করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। নতুন স্যামসাং গ্যালাক্সি এম ২০এস ফোনে থাকতে চলেছে ৫,৮৩০ এমএএইচ ব্যাটারি। এই বছরের শুরুতে এন্ট্রি লেভেল সেগমেন্টে উন্মোচন হয়েছিল গ্যালাক্সি এম ১০ আর গ্যালাক্সি এম ২০।
সম্প্রতি নেদারল্যান্ডে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে এসএম-এম২০৭ মডেল নম্বরে গ্যালাক্সি এম সিরিজের পরবর্তী স্মার্টফোন উন্মোচন হবে। নতুন এই ফোনে থাকছে ৫,৮৩০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারিরি প্রোডাক্ট কোড ইবি-বিএম২০৭এবিওয়াই।
৫,৮৩০ এমএএইচ ক্ষমতা দেখানো হলেও খাতায় কলমে এই ব্যাটারির ক্ষমতা ৬ হাজার এমএএইচ হতে পারে। এখনও স্যামসাং গ্যালাক্সি এম ২০এস উন্মোচনের দিন জানা যায়নি। বাজেট সেগমেন্টের কথা মাথায় রেখে এই স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং।
জানুয়ারি মাসে গ্যালাক্সি এম ১০ আর গ্যালাক্সি এম ২০ উন্মোচন করেছিল স্যামস্যাং। এর কিছুদিন পরেই আসে গ্যালাক্সি এম ৩০। পরে জুন মাসে উন্মোচন হয়েছিল গ্যালাক্সি এম ৪০।
সম্প্রতি ২০ লক্ষ গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন বিক্রির ঘোষনা করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।