দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং বিশেষ ধরনের কার্বন গ্রাফিনের তৈরি ব্যাটারিচালিত স্মার্টফোন আনতে কাজ করছে। ২০২০-২১ সালের মধ্যে অত্যন্ত একটি নতুন এ ব্যাটারি প্রযুক্তিচালিত স্মার্টফোন বাজারে ছাড়া হতে পারে। বাস্তবে তা সম্ভব হলে এ ফোনের ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে সর্বোচ্চ ৩০ মিনিট। খবর বিজনেস ইনসাইডার।
ইভান ব্লাস একজন জনপ্রিয় তথ্যপ্রযুক্তি বিশ্লেষক। স্যামসাং পণ্য বিষয়ে আগাম তথ্য দেয়ার ক্ষেত্রেও তার সুনাম রয়েছে। ইভান ব্লাস এক টুইটে জানান, এখন বেশির ভাগ ব্র্যান্ডের ডিভাইসে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহূত হচ্ছে। তবে গ্রাফিন ব্যাটারি লিথিয়াম-আয়ন ব্যাটারির চেয়ে কমপক্ষে পাঁচ গুণ দ্রুত চার্জ নেবে।
ঐতিহ্যবাহী লিথিয়াম আয়ন ব্যাটারিচালিত স্মার্টফোন ফুল চার্জ হতে কমপক্ষে দেড় ঘণ্টা সময় লাগে। এখন স্মার্টফোনে ব্যবহূত সবচেয়ে দ্রুত চার্জিং প্রযুক্তিটিকে বলা হচ্ছে স্যামসাংয়ের ৪৫ডব্লিউ চার্জার, যা প্রতিষ্ঠানটির সম্প্রতি বাজারে আসা গ্যালাক্সি নোট ১০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে। কিন্তু এ ডিভাইসও ফুল চার্জ হতে কমপক্ষে ১ ঘণ্টা সময় নেয়।