ডিসএসএল ফোনের মতো শক্তিশালী ক্যামেরা লেন্সে বাজারে আসছে নতুন নকিয়া ফোন। মডেল নকিয়া ৭.২। সম্প্রতি ফোনটির কনফিগারেশন অনলাইনে প্রকাশ হয়েছে।
গিকবেঞ্চের প্রকাশিত প্রতিবেদনে সিঙ্গেল কোরে এই ফোন ১৬০৪ স্কোর করেছে। মাল্টি কোরে এই ফোন পেয়েছে ৫৮২১।
আগামী মাসে বার্লিনে লঞ্চ হবে নকিয়িা ৭.২। ফোনটিতে ১.৮ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর থাকছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট ব্যবহৃত হবে। ফোনটি অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলবে।
নকিয়ার নতুন এই ডিভাইসটিতে ৬.১৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেতে থাকতে পারে এইচডিআর টেন সাপোর্ট। ডিসপ্লের উপরে ছোট নচ থাকতে পারে।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম এবং ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম ভার্সনে পাওয়া যাবে।
ছবির জন্য ফোনটিতে তিনটি ক্যামেরা থাকতে পারে। এই ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও ফোনের ভিতরে থাকবে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ ব্যাটারি।
৫ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে ফোনটি অবমুক্ত করা হবে। এসময় নকিয়া ৬.২ মডেলের আরেকটি ফোনও অবমুক্ত করবে এইচএমডি গ্লোবাল।