ইন্ডিয়ার রিয়েলমি এর সিইও মাধব শেঠ এটি নিশ্চিত করেছেন যে, রিয়েলমি তাদের নিজস্ব ইন্টারফেস চালু করার পরিকল্পনা করছে। উল্লেখ্য যে, রিয়েলমি এখনও তার স্মার্টফোনগুলোতে অপ্পো এর কালারওএস ব্যবহার করে আসছে যা রিয়েলমি ব্যবহারকারীদের প্রয়োজনীয়তা অনুসারে সঠিক ভাবে কাস্টমাইজ করতে পারে না।
ইন্টারফেস কেমন হবে এই সম্পর্কে মাধব শেঠ খুব একটা বেশি বলেননি, তবে বলেছিলেন যে নামটি হবে রিয়েলমি ওএস। রিয়েলমি ওএস আসলে অ্যান্ড্রয়েড নির্ভর একটি ইন্টারফেস, যা সম্ভবত অ্যান্ড্রয়েড কিউ(Q) এর মতো করেই হবে।এই আপডেট প্রথমে রিয়েলমি ৩ প্রো তে আসবে,তারপর রিয়েলমি এক্স আসবে বলে জানা গিয়েছে।
এই অপারেটিং সিস্টেম কবে আসবে এর সঠিক তারিখটি বলেন নি, তবে এটি বছরের শেষের দিকে আসতে পারে বলে জনিয়েছেন, সম্ভবত 27 শে অক্টোবর দিওয়ালি অনুষ্ঠান হওয়ার আগেই এই রিয়েলমি ওস আসতে পারে বলে জানিয়েছেন ।