দেশের বাজারে ভিভোবুক এস সিরিজের ল্যাপটপ বিক্রি শুরু করেছে বাংলাদেশে আসুস অনুমোদিত পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড। পাতলা ও রঙিন নকশার হালনাগাদ কনফিগারেশনের এস ৫৩১ মডেলের ল্যাপটপটি শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী করে বিশেষভাবে তৈরি।
ভিভোবুক সিরিজের এ ল্যাপটপ কোর আই ফাইভ এবং কোর আই সেভেন দুটি সংস্করণে পাওয়া যাবে। এত ৮ম প্রজন্মের ইন্টেল কোর আই ফাইভ এবং সেভেন সিরিজের প্রসেসরের সঙ্গে ২ জিবি এনভিডিয়ার এক্সটারনাল গ্রাফিকস চিপ ব্যবহার করা হয়েছে।
ল্যাপটপটিকে এক টেরাবাইট স্টোরেজের সঙ্গে রয়েছে ২৫৬ জিবি এসএসডি সমর্থন। ল্যাপটপটি পাওয়া যাবে ধূসর, সবুজ, নীল, গোলাপি, রুপালি এ ৫টি রঙে পাওয়া যাবে। ল্যাপটপটির দাম শুরু ৫৫ হাজার ৫০০ টাকা থেকে। ল্যাপটপের সঙ্গে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।