চীনে রেডমি নোট ৮ প্রোয়ের বিক্রি শুরু হয়েছে। আর প্রথম দিনই রেডমি নোট ৮ প্রোয়ের ৩ লাখ ইউনিট বিক্রি হয়েছে , জানিয়েছেন রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার লু ওয়েবিং ।
তথ্যটি টিজার আকারেও প্রকাশ করেছে রেডমি। তবে এ তথ্যের সত্যতা যাচাই করা যায়নি।
৬৪ মেগাপিক্সেল ক্যামেরার কারণে উন্মোচনের আগেই রেডমি নোট ৮ প্রো নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। মঙ্গলবার ফোনটি চীনের বাজারে আসে।
ফোনটিতে আছে ফুল এইচডি রেজুলেশনের ৬ দশমিক ৫৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। ৬৪ মেগাপিক্সেলের মেইন লেন্স, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আছে ফোনটিতে। সামনে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
রেডমি নোট ৮ প্রোতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও জি৯০টি। ব্যাটারির শক্তি ৪৫০০ এমএএইচ, যা সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।
রেডমি নোট ৮ ফোনটির দাম শুরু হয়েছে ১৯৫ ডলার (বাংলাদেশি মূদ্রায় ১৬ হাজার ৩৮০ টাকা) থেকে।
আগামী ১৭ সেপ্টেম্বর চীনর বাজারে আসবে রেডমি ৮ সিরিজের দ্বিতীয় ফোন রেডমি নোট ৮।