ওয়ানপ্লাস ৭টি এখনো উন্মোচন করা হয়নি। তার আগেই নকশা প্রকাশ করেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি। উন্মোচনের আগেই নকশা প্রকাশ করায় অবাক বৈশ্বিক স্মার্টফোন বাজার।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ওয়ানপ্লাস ফোরামে নতুন ডিভাইসটির ছবি পোস্ট করেছেন প্রতিষ্ঠান প্রধান পিট লাউ নিজেই। কারণ বিভিন্ন ছবি ও তথ্য ফাঁস এর হাত থেকে রেহাই পেতে এবার নিজেই ডিভাইসটির নকশা প্রকাশ করেছে ওয়ানপ্লাস।
প্রকাশিত ছবিতে দেখা যায়, স্মার্টফোনটির পেছন দিকে রাখা হয়েছে গোলাকার মডিউলে তিনটি ক্যামেরা সেন্সর। জানা গেছে, পেছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ১৬ মেগাপিক্সেল ১৭ মিলিমিটার আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেল ২৬ মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অন্যটি ২এক্স জুমসহ ১২ মেগাপিক্সেল ৫১ মিলিমিটার টেলিফটো লেন্স।
নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি এরইমধ্যে ২৬ সেপ্টেম্বর উন্মোচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে।