সম্প্রতি সুপারফাস্ট VOOC 4.0 ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি নিয়ে এসেছিল অপো। অপো কে৫ ফোনে প্রথম এই প্রযুক্তি ব্যবহার হতে চলেছে। শিঘ্রই লঞ্চ হবে এই ফোন লঞ্চের আগে এবার অপো কে৫ ফোনের স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে এই ফোনে 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। সাথে থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা।
সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়াবসাইট থেকে অপো কে৫ ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। সেখানে জানানো হয়েছে এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৭৩০জি চিপসেট। সাথে থাকবে ৮জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে অপো কে৫ ফোনে একটি ৬.৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকছে। অপো কে৫ ফোনে একটি এমোলেড ডিসপ্লে ব্যবহার হয়েছিল। তাই মনে করা হচ্ছে কে৫ এও এমোলেড ডিসপ্লে থাকতে পারে।
অপো কে৫ ফোনে সবথেকে বড় উন্নতি হয়েছে ক্যামেরা বিভাগে। এই ফোনে থাকবে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনে থাকবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। অপো কে৩ ফোনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার হয়েছিল।
অপো কে৫ ফোনের ভিতরে থাকবে একটি ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই ব্যাটারি জলদি চার্জ করার জন্য থাকবে 30W ফাস্ট চার্জিং। এই ফোনে থাকছে একটি টাইপ-সি পোর্ট আর ৩.৫ মিমি হেডফোন্ জ্যাক। যদিও অপো কে৫ ফোনের দাম সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।