হুয়াওয়ের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম।
হুয়াওয়ের সঙ্গে দীর্ঘ সময়ের জন্যই সরবরাহ চুক্তির পরিকল্পনা রয়েছে মার্কিন প্রতিষ্ঠানটির– খবর আইএএনএস-এর।
সোমবার কোয়ালকমের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ মোলেনকফ বলেন, “ভবিষ্যতে যাতে নিরবচ্ছিন্নভাবে সরবরাহ চালিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”
হুয়াওয়ের কাছে কোয়ালকম কী ধরনের পণ্য বিক্রি করবে তা এখনও জানাননি মোলেনকফ।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভূক্ত করা হয়েছে হুয়াওয়েকে। ফলে হুয়াওয়ের কাছে কোনো পণ্য বা সেবা বিক্রি করতে বিশেষ লাইসেন্স লাগবে মার্কিন প্রতিষ্ঠানগুলোর।
চলতি বছরের জুলাই মাসে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হুয়াওয়ের সঙ্গে যে প্রতিষ্ঠানগুলো ব্যবসা চালিয়ে যেতে চায় তাদেরকে বিশেষ লাইসেন্স দেওয়া শুরু হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কথা বলে ১৫ মে হুয়াওয়েকে নিষিদ্ধ ঘোষণা করে ট্রাম্প প্রশাসন।
হুয়াওয়ের যন্ত্রাংশের মাধ্যমে চীন সরকারের কাছে গোপন তথ্য চলে যেতে পারে এমন শঙ্কার কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের প্রতিষ্ঠানের পণ্য ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেয়।