চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের দ্বিতীয় ৫জি ফোন, মি ৯ প্রো ৫জি লঞ্চ করলো। আপাতত এই ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে। মি ৯ প্রো ৫জি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা, ৪০ ওয়াট ফাস্ট চার্জিং ও এমআইইউআই ১১ এর মতো প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে।
মি ৯ প্রো ৫জি ফোনে ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রিন রেজুলেশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। ডুয়েল সিমের এই ফোনে পাবেন অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। CPU কে ঠান্ডা রাখতে এই ফোনে VC প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এমআইইউআই ১১ দ্বারা চালিত মি ৯ প্রো ৫জি ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৭৫ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল, এছাড়াও আছে এফ/২.২ অ্যাপারচারের ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর ও এফ/২.২ অ্যাপারচারের ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য এই ফোনের সামনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
মি ৯ প্রো ৫জি ফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। যাতে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি অনুযায়ী এই ব্যাটারি ৪৮ মিনিটে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। আবার ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
মি ৯ প্রো ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ( প্রায় ৫০,০০০ টাকা) ।