চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি গতবছর তাদের প্রথম মিড প্রিমিয়াম স্মার্টফোন পোকো এফ ১ লঞ্চ করেছিল। এই ফোনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো। আর এই কারণেই শাওমি ফ্যানরা আশার বুক বেঁধেছিলো পোকো এফ ২ জলদি লঞ্চ করবে কোম্পানি। তবে সবাইকে একপ্রকার অবাক করে শাওমি প্রিমিয়াম রেঞ্জে কে২০ সিরিজ লঞ্চ করে। যার পরে অনেকের ধারণা ছিল যে পোকো সিরিজ বন্ধ করতে চলেছে কোম্পানি। তবে কাল পোকো ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার জানিয়ে দেন পোকো এফ ২ শীঘ্রই লঞ্চ করা হবে।
যদিও টুইটে এই ফোনের আসার খবর দিলেও সি. মনমোহন ফোনটির ফিচারের বিষয়ে কিছু বলেন নি। তবে ইন্টারনেটে এই ফোনের ফিচার ফাঁস হয়েছে। আসুন দেখে নেই পোকো এফ২ ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে।
রিপোর্ট অনুযায়ী পোকো এফ২ মডেলটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হতে পারে। সম্ভবত পোকো এফ২ স্মার্টফোনটি পোকো এফ১ এর থেকে আপগ্রেড প্রসেসরের সাথে আসবে । কয়েকটা রিপোর্টে দাবি করা হয়েছে এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দেওয়া হতে পারে।
রিপোর্ট থেকে আরো জানা গেছে যে এই স্মার্টফোনে ৬ জিবি পর্যন্ত র্যাম থাকবে। তবে আরেকটি ভেরিয়েন্ট ৮ জিবি র্যাম ও হতে পারে। এই স্মার্টফোন ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৪,১০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল।
এই ফোন ৬.১৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস নচ ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে, যার সঙ্গে আছে ওয়াইড ভিউইং এঙ্গেলস ও ব্রাইট সানলাইট ফিচারস। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর দ্বারা পরিচালিত এবং ৬/৮ জিবি র্যামের বিকল্প আছে। গ্রাফিক্সের জন্য এড্রেনো ৫৬০ জিপিইউ দেওয়া হয়েছে।ফোনটি তিনটি স্টোরেজ বিকল্পের সঙ্গে এসেছে – ৬৪ /১২৮ / ২৫৬ জিবি । ফটোগ্রাফির জন্য শাওমি পোকো এফ১ ফোনে ১২ এমপি (সোনি IMX363 সেন্সর) + ৫ এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি শক্তিশালী ২০ এমপি ওয়াইড এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ।এছাড়াও ফেস আনলকের জন্য ইনফ্রারেড ক্যামেরা আছে।
ফোনটিতে শক্তিশালী ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা কোয়ালকম কুইক চার্জার ৩.০ প্রযুক্তি যুক্ত ।কানেক্টিভিটির জন্য ফোরজি VoLTE,জিপিএস, ব্লুটুথ ৫.০, ওয়াই-ফাই ৮০২.১১ এ / বি / জি / এন / এসি, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট আছে।