পথ চলার পাশাপাশি ব্যায়ামের সময় ব্লু-টুথ প্রযুক্তির হেডফোনে গান শোনার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু দৌড়ানো বা দ্রুত নড়াচড়ার ব্যায়াম করার সময় পকেট থেকে পড়ে যায় স্মার্টফোন। বিষয়টি মাথায় রেখে প্রায় ৩০০ ফুট দূর থেকে ব্যবহার উপযোগী নতুন মডেলের পিক্সেলবাডস উন্মুক্ত করেছে গুগল। ফলে ব্যায়ামের সময় লকারে স্মার্টফোন রেখেও ব্যবহার করা যাবে পিক্সেল বাডসটি।
শক্তিশালী ব্লু-টুথ প্রযুক্তির হেডফোনটি কাজে লাগিয়ে একটানা ২৪ ঘণ্টা গান শোনা যায়। দাম পড়বে ১৭৯ ডলার।