প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এমন এক স্মার্ট রিং আনছে, যার সাহায্যে খুব সহজেই আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করা যাবে। এর জন্য অ্যাপল পেটেন্ট জমা দিয়েছে।
স্মার্ট রিংটিতে একটি প্রসেসর, মাইক্রোফোন ও একটি ছোট পর্দা থাকবে, যা স্মার্টফোনের মতো টাচ করা যাবে। রিংটিতে মুভমেন্ট বোঝার জন্য থাকবে সেন্সর, এর ফলে নেভিগেশন সুবিধাও পাওয়া যাবে।
মূলত দূর থেকে আইফোন ও আইপ্যাড নিয়ন্ত্রণ করার জন্য এই রিং তৈরি করা হচ্ছে। কোনো বিপদ ঘটলে বা বিপদের সম্মুখীন হলেও এই রিং অ্যালার্ম দিয়ে সতর্ক করবে।
এ স্মার্ট রিং ওয়্যারলেস সংযোগের মাধ্যমে অন্য ডিভাইসের সঙ্গে যুক্ত হবে। অনেকেই হয়তো ভাবছেন এই রিং অ্যাপল ওয়াচের বিকল্প হবে। তবে তথ্য অনুসারে, এটি কখনোই অ্যাপল ওয়াচের বিকল্প হবে না।