এখন থেকে চোখ বন্ধ থাকলেও ফেস আনলক ফিচারটি কাজ করবে গুগলের পিক্সেল ৪ ফোনটিতে। আর এ কারণে বিকল্পভাবে আনলক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেয়া হয়নি ডিভাইসটিতে। সূত্র: দ্য ভার্জ
বাজারে আসারে আগেই পিক্সেল ফোনের এই ফিচার নিয়ে অভিযোগ তুলেছেন বিবিসির প্রযুক্তি বিষয়ক সাংবাদিক ক্রিস ফক্স।
এক টুইট বার্তায় তিনি লিখেন, ঘুমানোর সময় চোখ বন্ধ থাকা অবস্থায় যদি এই ফিচারসটি কাজ করে তবে অন্য যে কেউই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারবে। যার কারণে ব্যবহারকারী নিজের তথ্য নিয়ে নিরাপত্তা হুমকির মুখে পড়বেন বলে জানান তিনি।
তবে নিরাপত্তার ব্যপারে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিচারটির উন্নয়ন করা হবে। তার আগে ব্যবহারকারীদেরকে ফেইস আনলক ফিচারের বদলে পিন বা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।
গত ১৫ অক্টোবর পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএল উন্মোচন করে গুগল। এখন পিক্সেল ৪ সিরিজের প্রি-অর্ডার চলছে। ফোনটি ২৪ অক্টোবর থেকে বাজারে বিক্রি শুরু হবে।