নতুন চিপসেট এক্সিনস ৯৯০ উন্মোচন করলো স্যামসাং । ৭ ন্যানোমিটার ভিত্তিক এই চিপসেটে রয়েছে আট কোরের ট্রাই ক্লাস্টার আর্কিটেকচার। খবর এনডিটিভি।
সর্বোচ্চ ১০৮ মেগাপিক্সেল সেন্সর সাপোর্ট করবে এই চিপসেট। প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম গতিতে ১০ বিট ৮কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে এটি। সাথে থাকছে হাই ডাইনামিক রেঞ্জ এইচডিআর ডিসপ্লে। ৬ হার্জ ৫জি নেটওয়ার্ক থেকে ২জি নেটওয়ার্ক পর্যন্ত সাপোর্ট করবে নতুন এই চিপসেট।
গ্রাফিক্সের জন্য এক্সিনোস ৯৯০ চিপসেটে থাকছে মালি-জি৭৭ জিপিইউ। চিপসেটটিতে আগের থেকে ২০ শতাংশ ভালো গ্রাফিক্স পারফর্মেন্স পাওয়া যাবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিংয়ের জন্য দুটি নিউরাল প্রসেসিং ইঞ্জিন থাকবে।
এছাড়াও ৭ ন্যানোমিটার ভিত্তিক ৫জি এক্সিনস মডেম ৫১২৩ চিপটির ঘোষণা করেছে স্যামসাং। এই মোডেমে সর্বোচ্চ ৭.৩৫ জিবিপিএস গতিতে ডাউনলোড করা যাবে।