চীনা স্মার্টফোন ও কম্পিউটার নির্মাতা লেনোভো, নতুন একটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করলো। থিঙ্কপ্লাস সিরিজের এই পাওয়ার ব্যাঙ্ক স্মার্টফোন ও ল্যাপটপে ব্যবহার করা যাবে। লেনোভো ৫০W থিঙ্কপ্লাস নামে আসা এই পাওয়ার ব্যাঙ্কের ম্যাক্সিমাম আউটপুট ৫০ওয়াট। লেনোভো ৫০ওয়াট থিঙ্কপ্লাস বাজারে প্রচলিত পাওয়ার ব্যাঙ্কের থেকে দ্রুত চার্জ করতে সক্ষম। এই পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা ১৪,০০০ এমএএইচ। আপাতত এই পাওয়ার ব্যাঙ্ক চীনে লঞ্চ করা হয়েছে। আসা করা যায় শীঘ্রই একে ভারতে আনা হবে।
লেনোভো তাদের এই পাওয়ার ব্যাঙ্ক দুটি রঙে লঞ্চ করেছে – কালো ও লাল। এই পাওয়ার ব্যাঙ্কের দুটি মডেল আছে। যার প্রথমটি ইউএসবি টাইপ সি পোর্টের সাথে এসেছে। এই মডেলের দাম প্রায় ৩,০৫০ টাকা। আবার লেনোভোর স্লিম টিপ্ পোর্ট মডেলের দাম প্রায় ৪,০৫০ টাকা।
লেনোভো ৫০ওয়াট থিঙ্কপ্লাস ম্যাক্সিমাম আউটপুট ৫০ওয়াট এর সাথে দুটি স্মার্টফোন ইউএসবি টাইপ এ পোর্টে এবং ল্যাপটপ ইউএসবি টাইপ সি পোর্টে চার্জ করতে সক্ষম। এই পাওয়ার ব্যাঙ্কে USB PD 2.0, QC 2.0/3.0 সাপোর্ট করবে। এছাড়াও এই পাওয়ার ব্যাঙ্ক ইনপুট এবং আউটপুট ওভারভোল্টেজ, শর্ট সার্কিট এবং উচ্চ-তাপমাত্রা সুরক্ষা সহ এসেছে।
কয়েকদিন আগেই লেনোভো ভারতে বাজেট ফোন লেনোভো কে১০প্লাস লঞ্চ করেছিল। এই ফোনটির দাম ১০,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সাথে আসা লেনোভো কে ১০ প্লাস ফোনে ৬.২২ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল সহ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯:৯। এই ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। প্রসেসর, র্যাম ও স্টোরেজের কথা বললে এই ফোনে পাবেন অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। গ্রাফিক্সের জন্য এই ফোনে এড্রেনো ৫০৬ জিপিইউ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
আগেই বলেছি লেনোভো কে ১০ প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ৮ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরার সাহায্যে ১০৮০ পি ভিডিও রেকর্ড করা যাবে। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।লেনোভো কে১০প্লাস ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি আছে।