৫জি প্রযুক্তির জন্য নতুন একটি মাইক্রোচিপ আনার ঘোষণা দিয়েছে মিডিয়াটেক। ৭ ন্যানোমিটার প্রযুক্তির চিপ এই চিপটি স্বল্প মূল্যের মধ্যে পাওয়া যাবে বলে জানায় বিশ্বের অন্যতম এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
অধিকাংশ ৫জি ডিভাইসে যে চিপ ব্যবহার করা হয় তার ফলে এর দাম সাধারণত অনেক বেশি পড়ে।
আগামীতে ৫জি ডিভাইসের জন্য আরও সাশ্রয়ী মাইক্রোচিপ আনার পরিকল্পনা নিয়েছে যাতে সব শ্রেণীর মানুষ ফোনগুলো অল্প দামের মধ্যেই ব্যবহার করতে পারে।
প্রতিষ্ঠানটি আগামী বছরে যে চিপ আনবে সেটি হবে হেলিও এম৭০ এবং এটি ৫জি প্রযুক্তির। চিপটিতে থাকবে স্ট্যান্ডঅ্যালোন এবং ননস্ট্যান্ডঅ্যালোন মোড।