এ বছর স্মার্টফোনের বাজারে ৫জি এবং ফোল্ডেবল ফোন নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাইতো স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো এখন ফোল্ড বা ভাঁজ করা যায় এমন ফোন তৈরি করেছে। আর দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড বিশ্বব্যাপী স্মার্টফোনের ডিজাইনের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে এখানেই থেমে নেই স্যামসাং, এবার ডব্লিউ সিরিজের আরেকটি ফোল্ড স্মার্টফোন বাজারে ছাড়বে।
গ্যালাক্সি ফোল্ডের মূল্য আকাশচুম্বী হলেও ডব্লিউ সিরিজের ফোনটির দাম তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্যামসাং ডব্লিউ ২০ লঞ্চের একটি টিজার প্রকাশ করা হয়েছে।
প্রযুক্তি বিষয়ক বিভিন্ন অনলাইন প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি ডব্লিউ ২০ তে ৫জি নেটওয়ার্ক সুবিধা থাকবে। ফোনটি ফোল্ড করতে ভার্টিকালি (উপর-নিচ) ভাঁজ হবে। অনেকটা আগের ফোল্ডিং ফোনগুলোর মতো।
সম্প্রতি স্যামসাংয়ের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
ধারণা করা হচ্ছে, নভেম্বরেই স্মার্টফোন বাজারে দেখা মিলবে ডব্লিউ সিরিজের ফোন। তবে এর বাজারমূল্য গ্যালাক্সি ফোল্ড থেকে কম বলা হলেও সঠিক দাম কত হবে তা জানা যায়নি।
সূত্র: জিসমোচীনা