বাংলাদেশের বাজারে আসছে গ্যালাক্সি এম৩০এস। চলতি মাসেই নতুন এই স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে স্যামসাং বাংলাদেশ।
সূত্রমতে, সার্বিকভাবে দ্রুতগতি সম্পন্ন, দীর্ঘমেয়াদী ব্যাটারি, অভিনব ফিচারে ভরপুর স্যামসাংয়ের এম সিরিজের ডিভাইসগুলো। স্যামসাং গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটিও এর ব্যতিক্রম নয়। নতুন ফোনটির বৈশিষ্ট্য হচ্ছে, এতে থাকছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সুবিধা।
এছাড়াও ৬.৪ ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে ১০৮০ বাই ২৪০০ পিক্সেল রেজ্যুলেশনের অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটি রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এতে ব্যবহৃত হয়েছে এক্সিনোস ৯৬১১ অক্টাকোর প্রসেসর, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম বা স্টোরেজ।
ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুত গতিতে চার্জের জন্য থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং।
বাজারে অবমুক্ত হওয়া গ্যালাক্সি এম সিরিজের ডিভাইসগুলো ইতিমধ্যে প্রযুক্তিপ্রেমীদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় আসন্ন গ্যালাক্সি এম৩০এস স্মার্টফোনটিও বাজারে আধিপত্য ধরে রাখবে বলে আশা করছে স্যামসাং কর্তৃপক্ষ।