স্মার্টফোনের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে চারকোনা ডিজাইনের এক ডিভাইস। কিন্তু ‘সার্কেল’ নামের গোলাকার ফোন তৈরি করে প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছেন ক্রিস্টিনা সিয়ার। কনজিউমার ইলেক্ট্রনিক শোতে সম্প্রতি ফোনটির দেখা মিললো।
নতুন মডেলের স্মার্টফোনটি এখনো বাজারে ছাড়া হয়নি। এর উপযোগী সফটওয়্যার তৈরির কাজ চলছে। তাই ডামি সংস্করণটিই সিইএসে আনা হয়েছে।
ফোনটি ছোট হলেও এতে সেলফি তোলা খুবই সহজ। এতে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আইওএস বা অ্যানড্রয়েড প্ল্যাটফর্মের বদলে ফোনটিতে থাকবে মোডিফাইড ইউজার ইন্টারফেইস। এছাড়া দুটি হেডফোন জ্যাকও থাকবে বলে জানিয়েছেন ক্রিস্টিনা সিয়ার।
ক্রিস্টিনা জানান, ছোট পকেটে সহজেই এই ফোন এটে যায় বলে পকেটমাররা সহজে নিতে পারবে না। ২০১৫ সালে তিনি ফোনটি তৈরির কাজে হাত দেন। চলতি বছরেই বাজারে আসবে সার্কেল ফোন।