২০১৮ সালে শাওমির সাব-ব্রান্ড হিসাবে আত্মপ্রকাশ করেছিল পোকো । আপাতত একটি মাত্র ফোন পোকো এফ১ ভারত সহ গোটা বিশ্বের গ্রাহকদের মন জয় করেছে। এবার শাওমির ছত্রছায়া থেকে বেরিয়ে আলাদা ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করতে চলেছে পোকো। সম্প্রতি এই ঘোষণা করেছেন ভারতে শাওমি প্রধান মনু কুমার জৈন।
সম্প্রতি টুইটারে জৈন জানিয়েছেন, এবার থেকে পৃথক ব্র্যান্ড হিসাবে কাজ করবে পোকো । যদিও পোকো ব্র্যান্ডের ভবিষ্যৎ সম্পর্কে কোন মন্তব্য করেননি তিনি। 2018 সালে লঞ্চ হয়েছিল পোকো এফ১। এর পরে পোকো সাব-ব্র্যান্ডের অধীনে কোন স্মার্টফোন লঞ্চ করেনি কোম্পানি।
জৈন জানিয়েছে, ‘পোকো ব্র্যান্ড নিজে থেকেই পরিচালনা করতে পারবে বলে আমরা আত্মবিশ্বাসী। পোকো এফ১ এর দুর্দান্ত সাফল্যের পরে স্মার্টফোন দুনিয়ায় নাম করেছে পোকো।
এক প্রেস বিবৃতিতে শাওমি জানিয়েছে, ‘পোকোর নিজস্ব দল মার্কেটিং কৌশল তৈরি করবে।’ বিবৃতিতে মনু জানিয়েছেন, ‘অল্প সময়ের মধ্যে সাব-ব্র্যান্ড থেকে নিজস্ব পরিচয় বানিয়ে নিয়েছে পোকো। সব বয়সের মানুষের মধ্যেই দারুণ জনপ্রিয় পোকো এফ১।
২০২০ সালেও কোম্পানির অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এটা। এবার পোকোর এগিয়ে যাওয়ার সময় এসেছে। তাই পোকো কে পৃথক ব্র্যান্ড হিসাবে ঘোষণা করছি আমরা। পোকোর দলকে আমার সাথে শুভেচ্ছা জানাতে অনুরোধ করছি।’
অন্যদিকে টুইটারে রেডমি ইন্ডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। সেখানে ‘রেডমি বাই শাওমি’ লেখা দেখা গিয়েছে। গত বছর চিনে পৃথক ব্র্যান্ড হয়ে আত্মপ্রকাশ করেছিল রেডমি। গত বছর এক সাক্ষাৎকারে Gadgets 360 কে মনু কুমার জৈন জানিয়েছিলেন, কম ফোন লঞ্চ করে বাজারে আরও বেশি প্রভাব ফেলতে চায় রেডমি। চিনের মতোই ভারতের রেডমি কে পৃথক ব্র্যান্ড হিসাবে নিয়ে আসতে পারে শাওমি। যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি বেজিংয়ের কোম্পানিটি।