মঙ্গলবার ভারতে বাজারে উন্মোচিত হয়েছে স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি নোট ১০ লাইট। থাকছে ৬ জিবি ও ৮ জিবি র্যামের সংস্করণ। চলুন জেনে নিই কী আছে এই স্মার্টফোনে।
ফোনটির পিছনে তিনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া থাকছে এস পেন সাপোর্ট সুবিধা।
নতুন এই ফোনে থাকছে একটি ৬.৭ ইঞ্চি ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ভিতরে থাকছে ১০এনএম এক্সিনস ৯৮১০ অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
ফোনটির একটি প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলি-ফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ব্যাকআপের জন্য থাকছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সুবিধা। ফোনে ১২৮ জিবি স্টোরেজ থাকলেও এক টেরাবাইটের মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে। ফোনটির ওজন ১৯৯ গ্রাম।