ফেব্রুয়ারিতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ ইভেন্টে উন্মোচন হতে পারে নকিয়া ৮.২ ৫জি, নকিয়া ৫.২ ও নকিয়া ১.৩ । নকিয়া অরিজিনাল সিরিজে এই তিন ফোন লঞ্চ করবে এইচএমডি গ্লোবাল ।
২৫ জানুয়ারি এই ফোনগুলি লঞ্চের কথা থাকলেও চিনে করোনা ভাইরাস সংক্রমণের জন্য তা লঞ্চ বাতিল হয়েছিল। যদিও এই তিন স্মার্টফোনের নাম প্রকাশ করেনি ফিনল্যান্ডের কোম্পানিটি।
নকিয়া ৮.২ ৫জি ফোনে রয়েছে একটি ওএলইডি স্ক্রিনের ব্যবহার হতে পারে । ফোনের ভিতরে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট ও ৬জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ।
ফোনটিতে একটি ৩২ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা থাকতে পারে। ফোনের ভিতরে থাকতে পারে একটি ৩৫০০ এম্পিয়ার ব্যাটারি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক।