গ্যালাক্সি জেড ফ্লিপের অফিশিয়াল উন্মোচনের মাধ্যমে চমক লাগিয়েছে স্যামসাং। দক্ষিণ কোরিয়াতে প্রি-অর্ডার শুরুর মাত্র ৮ ঘন্টার মধ্যেই প্রথম লটে থাকা আনুমানিক প্রায় ৯০০ ইউনিট বিক্রি শেষ হয়েছে। খবর এনগ্যাজেট।
উইকিলিকস কোরিয়া জানিয়েছে, গত মঙ্গলবার ফোনটি উন্মোচনের দিন বেশ কিছু অফলাইন স্টোরে সীমাবদ্ধ প্রি-অর্ডার চালু করা হয়। সকাল সাড়ে ১০টায় প্রি-অর্ডার শুরু হলেও সন্ধ্যায় সেটি বন্ধ হয়ে যায়।
মাত্র ৫ ঘন্টার কিছুটা বেশি সময়ে প্রথম লটের পুরো ইউনিট বিক্রি হয়ে যায়। এরপর মাত্র দুই ঘন্টাতেই মিরর ব্ল্যাক এডিশনও বিক্রি হয়ে যায়। আগামীতে মিরর গোল্ড সংস্করণে ফোনটি আনার ঘোষণা দিয়েছে স্যামসাং।