শীঘ্রই উন্মোচন হবে রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো। সম্প্রতি ওয়াইফাই সার্টিফিকেশন পেয়েছে এই দুই স্মার্টফোন। ওয়াইফাই এলায়েন্স ওয়েবসাইটে জানানো হয়েছে আরএমএক্স২০০১ মডেল নম্বরে লঞ্চ হবে রিয়েলমে ৬। অন্যদিকে আরএমএক্স২০৬১ মডেল নম্বরে লঞ্চ হবে রিয়েলমে ৬ প্রো। রিয়েলমি ৬ -এ মিডিয়াটেক হেলিও চিপসেট। অন্যদিকে রিয়েলমি ৬ প্রোতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।
২.৪ গিগাহার্জ ও ৫ গিগাহার্জ ডুয়াল ব্যান্ড সাপোর্ট সহ লঞ্চ হবে রিয়েলমি ৬।এই ফোনের ভিতরে একটি মিডিয়াটেক হেলিও জি ৯০ টি চিপসেট থাকবে। রেডমি নোট ৮ প্রোতেও এই চিপসেট ব্যবহার হয়েছিল।
রিয়েলমি ৬-এ ৪ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে। থাকছে ব্লুটুথ ৫.০ সাপোর্ট।
অন্যদিকে রিয়েলমি ৬ প্রো অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির রিয়েলমে ইউআই স্কিন চলবে। রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো তে হোল পাঞ্চ ডিসপ্লে থাকবে।