বিশ্বজুড়ে এখনো আলোচনায় করোনাভাইরাস। এর প্রভাব পড়েছে প্রযুক্তি বিশ্বেও। বড় প্রতিষ্ঠানগুলো পণ্যে চমক দেখালেও তেমন কোনো আয়োজন করতে পারছে না। দুর্দান্ত ফিচার ও স্পেসিফিকেশনের মাধমে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ আলোচনায় এলেও বড় মাপের কোনো উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে পারছে না প্রতিষ্ঠানটি।
আগামী মার্চ বা এপ্রিলের শেষে ওয়ানপ্লাস ৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে দেখানো হতে পারে। নতুন লাইনআপে ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো মডেলটি থাকার কথা রয়েছে। জানা গেছে, অনলাইন লাইভস্ট্রিমের মাধ্যমে উন্মোচন করা হতে পারে।
এর আগে ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো দেখতে কেমন হবে তা দেখিয়েছে অনলিকস। ফোনটির রেন্ডার ছবি পোস্ট করার পরই তুমুল আলোচনা শুরু হয় প্রযুক্তি বিশ্বে। ছবিতে দেখা যায়, ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা; সামনে পাঞ্চহোল ক্যামেরা। ফোনটিতে থাকতে পারে ৬ দশমিক ৪ বা ৬ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে। ইউএসবি টাইপ-সি পোর্ট থাকলেও এতে কোনো হেডফোন জ্যাক থাকবে না। নিরাপত্তার জন্য থাকতে পারে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।