শীঘ্রই আরও একটা ৫জি স্মার্টফোন নিয়ে আসছে ভিভো। নতুন ভিভো জেট৬ ৫জিতে কম্পিউটারের মতো লিকুইড কুলিং থাকবে। ২৯ ফেব্রুয়ারি চীনে এই ফোন উন্মোচন হবে।
ফোনের ভিতরে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৪৪ ওয়ার্ড ফাস্ট চার্জ সাপোর্ট। প্রসেসরের সঙ্গে রয়েছে বিশেষ লিকুইড কুলিং প্রযুক্তি। কম্পিউটার প্রসেসরে এই ধরনের কুলিং ব্যবহার হয়।
ফোনে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে ৮৫ মিমি লিকুইড কুলিং টিউব।
ভিভো জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়। কোম্পানির দাবি এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে দীর্ঘ সময় একটানা গেম খেললেও ফোন গরম হবে অথবা স্লো হবে না।