আজ বাংলাদেশের বাজারে নতুন মডেলের হ্যান্ডসেট এফ১৫ উন্মোচন করতে চলেছে সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো। দ্রুততম চার্জিং ব্যবস্থা ‘ভিওওসি’ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ নতুন এই স্মার্টফোন আনছে চীনা প্রতিষ্ঠানটি।
অপো এফ১৫ স্মার্টফোনটিতে আছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। থাকছে ডিউ-ড্রপ নচ। স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশের বেশি।
ছবি তোলার জন্য থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সর) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সর) + ২ মেগাপিক্সেল (পোট্রেট ক্যামেরা) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর সঙ্গে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অ্যান্ড্রয়েড ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনটিতে আছে ৮ জিবি র্যাম এবং ১২৪ জিবি ইন্টারনাল স্টোরেজে ৪,০২৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ফোনটিতে।