কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়েছে বিশ্বব্যাপী। এরই মধ্যে বাংলাদেশেও তিনজনকে শনাক্ত করা হয়েছে। এই খবরে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। ওষুধের দোকানগুলোতে জীবাণুনাশক স্যানিটাইজারের জন্য ছিল উপচে পড়া ভিড়। মার্কেট থেকে প্রায় উধাও হয়ে গেছে নাক ও মুখের সুরক্ষার মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ও হেক্সিসল হ্যান্ড রাব। ব্যাপক হারে বিক্রি হচ্ছে জ্বর মাপার থার্মোমিটার, হ্যান্ডওয়াশ, টিস্যু পেপার।
আতঙ্কের মধ্যে করোনার প্রতিষেধকের একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একজন ব্যক্তি পোস্টার ঝুলিয়ে করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি করছেন।
তবে ছবিটি সম্প্রতি তোলা নাকি পুরনো তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে অনেকেই ছবিটি শেয়ার করছেন। এছাড়া ছবিটি কোথায়? কে তুলেছেন তা জানা যায়নি। কিন্তু থেমে নেই ভাইরাল হওয়া। এই ভাইরাল আরও বেগবান হচ্ছে।
উল্লেখ্য, ব্যানারে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেয়া হয়েছে।