মেট ৩০ এর মতো হুয়াওয়ের এখনও সেরা স্মার্টফোন বানিয়ে চলেছে, তবে গুগল অ্যাপস ছাড়া সেগুলো কিনতে গ্রাহকদের আগ্রহী করতে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে কোম্পানিটি। তবে এই পরিস্থিতি মোকাবেলায় নতুন উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। খবর এনগ্যাজেট।
এক্সডিএ ডেভেলপার্স এর মতে, অ্যাপ স্টোর কিংবা এপিকে ডাউনলোড ছাড়াই হুয়াওয়ে ফোন ব্যবহারকারীরা যাতে জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপগুলো ব্যবহার করতে পারে সেই বিষয়ে কাজ করছে কোম্পানিটি। এজন্য ‘অ্যাপসার্চ’ নামে নতুন এই অ্যাপ তৈরি করা হয়েছে।
https://www.facebook.com/Techzoom.TV/videos/207651347191665/
নতুন অ্যাপটি বর্তমানে জার্মানীতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে, যা ব্যবহারকারীদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপগুলো সাইডলোড করার সুযোগ দিচ্ছে।
মেট ৩০ সিরিজ, পি৪০ সিরিজ এবং মেট এক্স’এসসহ আগামীতে সব ফোনে অ্যাপটি ব্যবহার করা হতে পারে।