বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে কভিড-১৯ আক্রান্ত বাড়ছে। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে বরাবরই প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। ভয়াবহতা বিবেচনায় নিয়ে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাসায় থেকে কাজ করার পরামর্শ দিচ্ছে। বাংলাদেশেও একাধিক প্রতিষ্ঠান এমন নির্দেশনা জারি করেছে। উন্নত প্রযুক্তি ও বিভিন্ন ডিভাইস বাসায় থেকে অফিসের কাজ করা অনেকটা সহজ করে তুলেছে। বাসায় থেকে অফিসের কাজ করতে প্রয়োজনীয় কয়েকটি ল্যাপটপ
অ্যাকসেসরিজ নিয়ে আজকের আয়োজন—
১.ওয়াই-ফাই রাউটার/পোর্টেবল ওয়াই-ফাই:
শ্লথগতির ইন্টারনেট সংযোগ বাসায় বসে কাজের ক্ষেত্রে বিপত্তি সৃষ্টি করতে পারে। এক্ষেত্রে শক্তিশালী ওয়াই-ফাই সংযোগ ওয়েবপেজ খোলা ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মিটিংয়ে অংশ নেয়া নিশ্চিত করবে। কাজেই বাসায় থেকে কাজ করতে ওয়াই-ফাই রাউটার কিংবা পোর্টেবল ওয়াই-ফাই সংযোগ সুবিধা থাকলে গতি বাড়িয়ে নেয়া কিংবা এন্টেনা লাগিয়ে গতি বাড়ানো যেতে পারে। পোর্টেবল ওয়াই-ফাই বাসায় বিদ্যুৎ সমস্যা দেখা দিলেও কাজ করার সুবিধা দেবে।
২. ল্যাপটপ স্ট্যান্ড:
বাসায় থেকে দীর্ঘ সময় অফিসের কাজ করার ক্ষেত্রে ল্যাপটপ ডিভাইস অতিরিক্ত উত্তপ্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে ল্যাপটপ স্ট্যান্ড কার্যকর সমাধান হতে পারে। এছাড়া ল্যাপটপ স্ট্যান্ডের ব্যবহার কাজের গতি বাড়াতে সহায়ক হবে। একঘেয়েমি কাটাতে সুবিধামতো উচ্চতা বাড়িয়ে বা কমিয়ে সেটআপ করে নিয়ে তার ওপর ল্যাপটপ রেখে ব্যবহারের সুবিধা মিলবে।
৩.ব্লুটুথ কি-বোর্ড ও মাউস:
বাসা থেকে অফিসের কাজ করা সহজ করবে ব্লুটুথ কি-বোর্ড ও মাউস। অনেকেই বিছানায় ল্যাপটপ রেখে দীর্ঘ সময় কাজ করেন। ডিভাইসের কাছাকাছি বসে টানা কাজ করায় চোখে চাপ পড়ে এবং মাথা ব্যথার কারণ হতে পারে। এক্ষেত্রে কার্যকর সমাধান হতে পারে ব্লুটুথ কি-বোর্ড ও মাউস। ফলে দূরে বসেও কাজ করা যাবে।
৪. ওয়্যারলেস হেডসেট:
অফিশিয়াল বা প্রাতিষ্ঠানিক কাজ বাসায় থেকে করতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন মিটিং ও কনফারেন্সে অংশ নেয়া লাগতে পারে। এক্ষেত্রে মাইক্রোফোনসংবলিত ওয়্যারলেস হেডসেট ব্যবহার করতে হবে। বাসার পরিবেশে অফিসের কাজ করতে শব্দনিরোধী হেডফোন মনোযোগ বাড়াবে।