নিজেদের পিক্সেল ৩ এবং ৩ এক্সএল আর বিক্রি করবে না গুগল। নিজেদের স্টোরে পিক্সেল ফোন দুটির বিক্রি ইতোমধ্যেই বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
পিক্সেল ৩ এবং ৩এক্সএল যে আর বিক্রি করা হবে না, সে বিষয়টি প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশকে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। আর পিক্সেল ৩ লিখে সার্চ দিলে যে পেইজটি আসছে, তা সরাসরি গুগল স্টোরের হোম পেইজে নিয়ে যাচ্ছে আগ্রহীদেরকে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের।
গুগল স্টোর সাইটের ক্যারিয়ার/কনফিগারেশন অপশনে এখনও রয়েছে পিক্সেল ৩ ও ৩এক্সএল। তবে, সেখানেও ছবির উপরে লিখে রাখা হয়েছে, “স্টক ফুরিয়ে গেছে”। গুগল মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন, পুরো পিক্সেল ৩ ডিভাইসের মজুদ শেষ হয়েছে।
বর্তমানে গুগল স্টোর থেকে শুধু ৭৯৯ ডলারের ৫.৭-ইঞ্চি পর্দার পিক্সেল ৪ এবং ৮৯৯ ডলারের পিক্সেল ৪ এক্সএল কিনতে পারবেন আগ্রহী ক্রেতারা।
পিক্সেল ৩ এবং পিক্সেল ৩ এক্সল ফোন দুটিকে গুগলের জন্য ‘মাইলফলক’ ফোন হিসেবে বিবেচনা করা হয়। ওই ফোনেই প্রথমবারের মতো নাইট সাইট, টপ শট এবং ফটোবুথের মতো ক্যামেরা প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল গুগল। ২০১৭ সালে বাজারে এসেই প্রচলিত ফোনগুলোকে ছবি তোলার দৌঁড়ে অনেকটাই পেছনে ফেলে দিয়েছিল ফোন দুটি।