এই প্রথম পপআপ ক্যামেরার টেলিভিশন বাজারে এলো। স্মার্ট এই টিভি এনেছে হুয়াওয়ে। চীনের বাজারে ৬৫ ইঞ্চি আকারে পাওয়া যাচ্ছে। আর এর মাধ্যমে স্মার্টটিভির বাজারে প্রবেশ করল হুয়াওয়ে।
হুয়াওয়ের নতুন স্মার্টটিভির মডেল ‘হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন এক্স৬৫। এই টিভিতে রয়েছে ৬৫ ইঞ্চির ওলিড ডিসপ্লে। আপাতত চীনে এই টিভি বিক্রি হবে। দাম ২৪ হাজার ৯৯৯ ইয়েন।
এই টিভির এই ডিসপ্লেতে এইচডিআর টেন প্লাস সাপোর্ট থাকছে। সর্বোচ্চ ১০০০ নিটস ব্রাইটনেসেত এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে। এই টিভির ডিসপ্লের পিছনে ১৪টি স্পিকার থাকছে। থাকছে ছয়টি স্পিকার, ছটি টুইটার ও দুটি উফার।
এই টিভিতে হুয়াওয়ের হারমোনি ওএস অপারেটিং সিস্টেমে চলবে। টিভির ভিতরে রয়েছে হনগু ৮৯৮ মডেলের প্রসেসর। সঙ্গে থাকছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।
এই টিভির অন্যতম প্রধান আকর্ষণ ২৪ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সহজেই টিভি থেকে ভিডিও কল করা যাবে।