দক্ষিণ কোরিয়ান কোম্পানি স্যামসাং একেরপর এক গ্যালাক্সি এ ৪১ কে বিভিন্ন দেশে লঞ্চ করছে। কয়েক সপ্তাহ আগে কোম্পানি এই ফোনকে জাপানে লঞ্চ করেছিল। এবার জার্মানির বাজারেও চলে এল স্যামসাং গ্যালাক্সি এ ৪১। জার্মানিতে স্যামসাং গ্যালাক্সি এ ৪১ এর দাম রাখা হয়েছে ২৯৯ ইউরো, যা প্রায় ২৪,৬০০ টাকার সমান। তবে জাপানে লঞ্চ করা স্যামসাং গ্যালাক্সি এ ৪১ এর সাথে জার্মানিতে লঞ্চ করা এই ফোনের রিয়ার ক্যামেরার পার্থক্য আছে।
জাপানে লঞ্চ করা গ্যালাক্সি এ ৪১ ফোনে ক্যাপসুল শেপ রিয়ার ক্যামেরা ডিজাইন ছিল। তবে জার্মানিতে সেটি আয়তক্ষেত্রকার শেপে এসেছে। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ফোনে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
গ্যালাক্সি এ ৪১ এর অন্যান্য ফিচারের কথা বললে এখানে ৬.১ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন আছে। যার রেজুলেশন ২৪০০×১০৮০ পিক্সেল। এর ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি-ও। অক্টা কোর প্রসেসরের সাথে এই ফোনে পাবেন ৪ জিবি র্যাম। আবার এতে ৬৪ জিবি মেমরি দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ডুয়েল সিমের এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ বেসড ওয়ান ইউআই ২.১ এ চলবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ ৪১ ফোনে পাবেন ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি কালো, নীল ও সাদা রঙে পাওয়া যাবে।