গত বছর দুই পর্দাবিশিষ্ট ডিভাইসের জন্য উইন্ডোজ ১০এক্স অপারেটিং সিস্টেম উন্মোচন করেছিল মাইক্রোসফট করপোরেশন। সে সময় মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছিল, চলতি বছর এ অপারেটিং সিস্টেমে চালিত প্রথম ডিভাইস বাজারে আনবে তারা। ধারণা করা হচ্ছিল সারফেস নিও হবে সেই ডিভাইস। তবে কোম্পানির অভ্যন্তরীণ একটি সূত্র বলছে, চলতি বছর উইন্ডোজ ১০এক্স চালিত কোনো ডিভাইস তারা বাজারে আনবে না। ফলে কার্যত গ্রাহকদের এ বছর সারফেস নিও হাতে পাওয়ার সম্ভাবনা নেই। খবর এনডিটিভি।
মাইক্রোসফটের দুই পর্দাবিশিষ্ট ডিভাইস সারফেস নিওর জন্য প্রযুক্তিপ্রেমীরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছেন। তবে সম্প্রতি কোম্পানিটির অভ্যন্তরীণ একটি বৈঠকে চিফ প্রডাক্ট অফিসার প্যানোস প্যানায় কর্মীদের জানান, চলতি বছর সারফেস নিও বাজারে আসছে না। বিষয়টিতে ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে জিডিনেট। অবশ্য এ সিদ্ধান্ত নভেল করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতির কারণে নেয়া হয়েছে, নাকি অন্য কোনো কারণে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
জিডিনেটের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সারফেস নিও তো বাজারে আসছেই না, এমনকি তৃতীয় পক্ষের অন্য কোনো কোম্পানির দুই পর্দাবিশিষ্ট ডিভাইসের জন্যও উইন্ডোজ ১০এক্স সরবরাহ করা হবে না। এর অর্থ হলো, এ বছর উইন্ডোজ ১০এক্স অপারেটিং সিস্টেমচালিত কোনো ডিভাইসই হাতে পাবেন না প্রযুক্তিপ্রেমীরা।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, সারফেস নিওর উন্মোচন পিছিয়ে যাওয়ায় মাইক্রোসফট এখন এক পর্দাবিশিষ্ট কোনো ডিভাইসে উইন্ডোজ ১০এক্স ব্যবহারের চিন্তা করছে। প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত সারফেস ডুও স্মার্টফোনের উন্মোচন পিছিয়ে দেয়ার কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি।