সব গ্রাহকের জন্য গিটহাবের প্রাইভেট রিপোজিটরি বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন সফটওয়্যার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম গিটহাব। এর মাধ্যমে গিটহাবের মূল সব ফিচারই এখন বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সব গ্রাহক।
প্রাইভেট রিপোজিটরি ব্যবহার করতে চাইলে এযাবৎ সংস্থাগুলোকে গিটহাবের ‘পেইড প্ল্যান’ ব্যবহার করতে হতো। এবার সব গ্রাহকই এটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর একটি রিপোজিটোরিতে কতোজন অংশ নিতে পারবেন তার সীমাবদ্ধতা থাকছে না।
গিটহাব ইন্ডিয়ার মহাব্যবস্থাপক মানিশ শার্মা এক বিবৃতিতে বলেন, “আমরা মনে করি সব ডেভেলপারেরই গিটহাব অ্যাকসেস থাকা উচিত, আর এখানে মূল্যের বিষয়টি বাধা হওয়া উচিত নয়। ভারতেও বড় এবং বৈচিত্রময় স্টার্টআপ ইকোসিস্টেম রয়েছে। আর আজকের ঘোষণা এই দলগুলোর সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু করাটা আরও সহজ করে তুলবে।”
নতুন এই পরিবর্তনের কারণে দলগুলো সিআই/সিডি, প্রকল্প ব্যবস্থাপনা, কোড পর্যালোচনা এবং প্যাকেজ সব এক জায়গাতেই পাবেন।
যে দলগুলোর আরও উন্নত ফিচার, এন্টারপ্রাইজ ফিচার বা ব্যক্তিগত সমর্থন লাগবে তারা গিটহাবের পেইড প্ল্যান ব্যবহার করবে।
পেইড টিম প্ল্যানের মূল্যও কমিয়েছে গিটহাব। আগে প্রতি গ্রাহকের জন্য মাসিক ফি ছিলো নয় মার্কিন ডলার। এখন এটি পাওয়া যাবে চার ডলারে।