শীঘ্রই লঞ্চ হবে অপো এ৯২এস। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। PDKM00 মডেল নম্বরে বেঞ্চমার্কিং ও সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। অপো এ৯২এস ফোনে থাকতে পারে ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ। সঙ্গে থাকতে পারে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করেছে অপো।
অপো এ৯২এস ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর MT6873 চিপসেট, ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে চারটি ও পিছনে দুটি ক্যামেরা রয়েছে। পিছনের ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। রঙে রয়েছে ৮মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেন্সর।
ব্যবহারকারীর তথ্যের সুরক্ষার জন্য ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে হেডফোন জ্যাক, রেডিও রয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য রয়েছে ২০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।