বাসা, বাড়ি, অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ক্লিনিং রোবট আনল শাওমি। এটি আসলে একটি ভ্যাকুয়াম ক্লিনার।
স্মার্ট এই হোম ডিভাইসটি মি রোবট ভ্যাকুয়াম নামে বাজারে বিক্রি শুরু হয়েছে।
সম্প্রতি টুইটারে এই প্রোডাক্টের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে চীনের কোম্পানিটি। ২০১৯ সালে প্রথম চীনে রোবট ভ্যাকিউম ক্লিনার নিয়ে এসেছিল কোম্পানিটি। সেই প্রোডাক্টে কিছু আপডেট করে ভারতে আসছে শাওমির ক্লিনিং রোবট।
রোবট ভ্যাকিউম ক্লিনার লঞ্চের ঘোষণা করলেও টিজারে নতুন প্রোডাক্টের মডেল নম্বর জানায়নি শাওমি। ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে রোবট ভ্যাকিউম ক্লিনারের প্রথম ঝলক সামনে এসেছে।
গত বছর চিনে রোবট ভ্যাকিউমের লেটেস্ট মডেল লঞ্চ করেছিল শাওমি। চীনে এই প্রোডাক্টের দাম ১৭৯৯ ইউয়ান।
ঘর ঝাঁট দিয়ে মুছতে পারবে এই রোবট। থাকছে সুইপিং ও মপিং মোড। এতে ২১০০পিএ সাকশনের একটি মোটর থাকছে।
এই রোবট ভ্যাকিউম ক্লিনারে থাকছে লেসার ডিটেক্ট সিস্টেম। যা ব্যবহার করে ঘরে কোথা কী আছে বুঝে নিতে পারে এই রোবট।
মি হোম অ্যাপের সঙ্গে কানেক্ট করে স্মার্টফোন থেকেই এই রোবট নিয়ন্ত্রণ করা যাবে।