আরও একটা ৫জি ফোন আনছে ভিভো। শীঘ্রই বাজারে আসবে ভিভো জি১ ৫জি। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার ফাঁস হল। এপ্রিলে লঞ্চ হয়েছিল ভিভো জি১ ৫জি। এবার ভিভো জি১ নামে চিনে সেই ফোন নিয়ে আসতে পারে ভিভো। প্রসঙ্গত এই প্রথম জি সিরিজে কোন ফোন লঞ্চ করতে চলেছে চিনের সংস্থাটি।
জানা গিয়েছে ভিভো জি১-এ থাকবে ৬.৪৪ ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ স্টাইল নচে থাকবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিভো জি১-এর পিছনে থাকবে চারটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই থাকবে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন ফোনে এক্সিনোস ৯৮০ চিপসেট দিচ্ছে ভিভো। থাকছে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবিস্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ৫জি কানেক্টিভিটি সহ বাজারে আসবে এই স্মার্টফোন।