অ্যাপল আইফোন এসই (২০২০0) নামে নতুন স্মার্টফোনের ঘোষণা দিয়েছিল। ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে উন্মোচন করা হয়েছে। অ্যাপল তাদের কম দামের নতুন আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল ।ফোনটি বিশ্ববাজারে সরবরাহ শুরু হয়েছে। নতুন আইফোন এসই ডিজাইন দেখতে খুব আকর্ষণীয় বলা যাবে না।
আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী এ ডিভাইসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন —
কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৩৮.৪×৬৭.৩××৭.৩ এমএম
নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / সিডিএমএ / এইচএসপিএ / ইভিডিও / এলটিই
সিম : ন্যানো সিম/ ই-সিম
ডিসপ্লে : ৪ দশমিক ৫ ইঞ্চি আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
ডিসপ্লে রেজল্যুশন :৭৫০×১৩৩৪ পিক্সেল
ওএস : আইওএস ১৩
চিপসেট : অ্যাপল এ১৩ বায়োনিক
মেমোরি কার্ড : নেই
অভ্যন্তরীণ স্টোরেজ : ৩/৩/৩ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪/১২৮/২৫৬
রিয়ার ক্যামেরা : ১২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা : ৭মেগাপিক্সেল
কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ইউএসবি
ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ১৮২১ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার, ১৮ ওয়াট চার্জিং সমর্থন