গত মার্চ মাসে এই সিরিজকে গ্লোবালি লঞ্চ করা হয়েছিল। অপো ফাইন্ড এক্স ২ সিরিজ ২০১৮ সালে লঞ্চ হওয়া অপো ফাইন্ড এক্স এর আপগ্রেড ভার্সন। অপো দাবি করেছে তাদের এই সিরিজ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলা ৫জি ফোনগুলির মধ্যে একটি সেরা ফোন।
অপো ফাইন্ড এক্স ২ সিরিজের দুটি ফোনেই ৬.৬৭ ইঞ্চি QHD+ অ্যামোলেড আলট্রা ভিশন স্ক্রিন আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। যার রেজুলেশন ৩১৬০×১৪৪০ পিক্সেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।
অপো ফাইন্ড এক্স ২ প্রো স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপো ফাইন্ড এক্স ২ প্রো ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সাথে এসেছে।
ফটোগ্রাফির কথা বললে অপো ফাইন্ড এক্স ২ প্রো ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। এর মধ্যে ফাইন্ড এক্স ২ প্রো এর প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৯ সেন্সর। এছাড়াও আছে ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ১৩ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো সেন্সর। টেলিফোটো ক্যামেরায় ১০ এক্স হাইব্রিড জুম এবং ৬০ এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে। দুটি ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
অপো ফাইন্ড এক্স ২ প্রো ফোনে পাবেন ৬৫ ওয়াট সুপার VOOC ২.০ ফ্ল্যাশ চার্জিং সহ ৪,২৬০ এমএএইচ ব্যাটারি।